বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভারতীয় পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে চার কনটেইনার ট্রানজিট পণ্য নিয়ে ‘এমভি সেঁজুতি’ চট্টগ্রাম বন্দরে এসেছে। মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসায় বন্দরের নিজস্ব পাইলটের নেতৃত্বে জাহাজটি নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ১ নম্বর জেটিতে বার্থিং করা হয়। এনসিটির টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের সিওও ক্যাপ্টেন তানভির জানান, কলকাতা-হলদিয়া থেকে আসা এমভি সেঁজুতিতে ২২১ বক্সে ৩০০ টিইইউস (২০ ফুট লম্বা) কনটেইনার রয়েছে। এর মধ্যে ৪টি কনটেইনারে ট্রানজিট পণ্য রয়েছে।

এমভি সেঁজুতির স্থানীয় এজেন্ট ম্যাংগো শিপিং লাইনের ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এমভি সেঁজুতি থেকে গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে কনটেইনার খালাসের প্রক্রিয়া চলছে। এরপর বন্দর, কাস্টমস, সড়ক ও জনপথ বিভাগের মাশুল পরিশোধ শেষে চারটি ট্রেইলরে (লরি) সড়কপথে কনটেইনারগুলো আখাউড়া হয়ে ত্রিপুরা ও আসাম পাঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বিদ্যমান বার্থিং নীতিমালা অনুযায়ী (ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ) জাহাজটি বার্থিং করা হয়েছে। ট্যারিফ শিডিউল অনুযায়ী পোর্ট ডিউজ, পাইলটেজ ফি ও অন্যান্য আনুষঙ্গিক চার্জ ও ফি আদায় করা হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফরম ইন্ডিয়া’ চুক্তি হয়। চুক্তির আওতায় এসওপি অনুযায়ী ট্রানজিট পণ্যের চারটি কনটেইনারের প্রথম ট্রায়াল রান উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সর্বশেষ খবর