বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনীর আত্মহত্যার চেষ্টা

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনীর আত্মহত্যার চেষ্টা

কারাগারের ভিতরে আত্মহত্যার চেষ্টা করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অন্যতম হত্যাকারী এস নলিনী শ্রীহরণ। ভেলোরের বিশেষ নারী কারাগারে বন্দী নলিনী সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান তার আইনজীবী পি পুগালেন্থি। এই হত্যা মামলায় ২৯ বছর ধরে কারাগারে বন্দী রয়েছেন নলিনী।

জানা গেছে, কারাগারে নলিনী ও আরেক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে বচসা বাধে। এরপর ওই আসামি কারাগারের জেলারের কাছে নালিশ করেন। তার ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হলে নলিনীকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে সময় নলিনী ওই তদন্ত কর্মকর্তাকে সহায়তা করতে অস্বীকার করেন। একসময় নলিনী ওই কর্মকর্তাকে হুমকি দেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। এদিকে এই ঘটনার পর নিজের স্ত্রী নলিনীকে অন্য কারাগারে স্থানান্তরের দাবি জানিয়েছেন তার স্বামী রাজীব হত্যার আরেক আসামি শ্রীলঙ্কার নাগরিক ভি শ্রীহরণ ওরফে মুরুগান। তিনি বন্দী ভেলোর কেন্দ্রীয় কারাগারে। নলিনীর আইনজীবী দাবি করেন ‘কারাগার থেকেই মুরুগান তাকে ফোনে অনুরোধ করেন নলিনীকে যেন ভেলোর থেকে সরিয়ে পুঝাল কারাগারে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে খুব শিগগিরই আইনগতভাবে আবেদন জানানো হবে।’ যদিও নলিনীর আইনজীবীর তরফে ‘আত্মহত্যার’ প্রচেষ্টার যে অভিযোগ করা হয়েছে তা উড়িয়ে দিয়েছে রাজ্য পুলিশ ও কারাগার কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়–র কাঞ্চিপুরম জেলার শ্রীপেরামপুদুরে এক জনসভায় অংশ নেওয়ার সময় আত্মঘাতী মানববোমা হামলায় প্রাণ হারান রাজীব গান্ধী। ওই হত্যায় জড়িত থাকার অপরাধে সাতজনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। অন্যরা হলেন এ জি পেরারিভালন, টি সুতেন্দ্ররাজা ওরফে সান্থন, জয়কুমার, রবার্ট পিয়াস, আর পি রবিচন্দ্রন। আদালত প্রথমে সবাইকে মৃত্যুদন্ডের আদেশ দিলেও পরে তাদের প্রত্যেকেই যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর