বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে মহাখালীতে বিদেশগামীদের করোনা টেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশাসনিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় গত ২০ জুলাই হতে মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার/হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহে বুথ নির্ধারণ করা হয়েছে। আইএসপিআর জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে। সংগৃহীত নমুনাসমূহ IPH (Institute of Public Health), NIPSOM (National Institute of Preventive & Social Medicine) এবং National Institute of Laboratory Medicine and Referral Center প্রতিষ্ঠানগুলো কর্তৃক পরীক্ষা করা হবে। সরকার নমুনা পরীক্ষা ফি বাবদ ৩৫৩৫ টাকা ধার্য করেছে। স্থাপিত বুথগুলোতে প্রতিদিন আনুমানিক এক হাজার বিদেশযাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।

সর্বশেষ খবর