বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

মেয়েদের সামনেই গুলি করে খুন সাংবাদিককে

কলকাতা প্রতিনিধি

নিজের মেয়েদের সামনেই গুলি করে খুন করা হলো এক সাংবাদিককে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গত সোমবার রাতে দিল্লির কাছে গাজিয়াবাদের বিজয়নগর এলাকায় বাড়ি ফেরার সময় দুই মেয়ের সামনেই মাথা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। দুই দিন হাসপাতালে থাকার পর গতকাল সকালে মারা যান ওই সাংবাদিক। ওইদিন রাতের ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে নিজের দুই মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় পত্রিকার সাংবাদিক বিক্রম যোশী। ঠিক সেই সময় একদল দুর্বৃত্ত তার গাড়ি থামায়। দুর্বৃত্তরা ওই সাংবাদিককে একটি গাড়ির কাছে টেনে নিয়ে খুব কাছ থেকে গুলি চালায়। তারপর তারা চম্পট দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাংবাদিক। তখন মেয়েদের চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে আসেন এবং তারা আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিককে গাজিয়াবাদের নেহেরুনগরে যশোদা হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে দেওয়া হয়। যদিও শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় বিক্রমের। সিসিটিভি ফুটেজ দেখে এখন পর্যন্ত ৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আরও এক অভিযুক্তের সন্ধানে অভিযান চলছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে দুই পুলিশ সদস্যকে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। নিহত সাংবাদিকের পরিবারের অভিযোগ, হামলার চার দিন আগে বিক্রমের ভাতিজার সঙ্গে অশালীন আচরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিক্রম। কিন্তু অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করা হয়নি। ওই ঘটনার প্রতিশোধ নিতেই অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাকে হত্যা করে।

সর্বশেষ খবর