শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঢাকা-দিল্লি সম্পর্কে কারও পক্ষে অনাস্থা তৈরি করা সম্ভব নয় : ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল বলেছেন, ঢাকা ও দিল্লির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাতে অনাস্থা তৈরি করা কারও পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশকে বিশ্বাস করে। পাকিস্তানকে নয়।’ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন বাক্যালাপ নিয়ে প্রশ্নের জবাবে অনুরাগ শ্রীবাস্তব এই মন্তব্য করেন। বলেন, ‘বাংলাদেশ আমাদেব বহু পরীক্ষিত বন্ধু। অভিন্ন ইতিহাসের শরিক। সেই ঐতিহ্যের স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষপালন। এই সময়ে উভয় দেশ বহুবিধ কর্মসূচি নিচ্ছে। যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়। অন্য কারোর পক্ষে এই সম্পর্কে অনাস্থা-অবিশ্বাস তৈরি করা সম্ভব নয়।’ জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘জম্মু-কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। এই বিষয়টি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া পাকিস্তান এ নিয়ে লাগাতার একই কথা বলে যায়। এর মধ্যে নতুনত্ব নেই। কাশ্মীর নিয়ে পাকিস্তানের মাথা না ঘামালেও চলবে।’ এদিকে গতকাল প্রথম পণ্যবাহী জাহাজ কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আগরতলা পৌঁছেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই পণ্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে ভারত-বাংলাদেশের মধ্যকার সমুদ্র ও আর্থিক যোগাযোগের দিক থেকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘এর ফলে ভারতের উত্তর-পূর্বে পণ্য সরবরাহের জন্য সময় কম লাগবে, একই সঙ্গে বাংলাদেশেরও বাণিজ্য কর্মকান্ড বাড়বে, বাংলাদেশের রাজস্ব বৃদ্ধি পাবে এবং পরিকাঠামোগত ক্ষেত্র আরও উন্নত হবে।’ তিনি এও বলেন, ‘এই পণ্যবাহী জাহাজের চলাচল উভয় দেশের সেই দৃষ্টিভঙ্গির পরিচায়ক যাতে কানেকটিভিটির মাধ্যমে উভয় দেশের মাল ও জনতার লাভ হয়।’

সর্বশেষ খবর