শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা
স্যানিটাইজার থেকে আগুন

ডা. রাজীব এখনো সংকটাপন্ন অবস্থায় অনুষার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের ডা. রাজিব ভট্টাচার্যের (৩৭) অবস্থা এখনো সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার স্ত্রী শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্টার ডা. অনুষা ভট্টাচার্যের (৩২) অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আইসিডিএম এ নেওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। আগুনে তার পুরো শরীর পুড়ে গেছে। তার স্ত্রী কিছুটা ভালোর দিকে, তিনি কথা বলছেন। তিনি বলেন, বাসা-বাড়িতে যতটা সম্ভব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো। কারণ বাসায় তো চাইলে হাত ধোয়া যায়। আর হাত ধোয়াটাই সবচেয়ে ভালো। উল্লেখ্য, রাজধানীর কলাবাগানের হাতিরপুলে ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় রাজীব-অনুষা দম্পতির বাসা। গত ২১ জুলাই বাসাতেই রাজীব একটি বড় বোতলে থাকা হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এ সময় কিছু স্যানিটাইজার নিচে পড়ে গেলে রাজিবের মুখে থাকা সিগারেট থেকে আগুন ধরে যায়। এতে রাজীব দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন স্ত্রী অনুষাও। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর