শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

করোনাকালীন দাঁতের সমস্যায় করণীয়

অধ্যাপক অরূপ রতন চৌধুরী

করোনাকালীন সময়ে দাঁতের চিকিৎসায় অনেক সতর্ক থাকতে হবে। কারণ ডেন্টিস্টকে পেশেন্টের মুখের খুব কাছে থেকে চিকিৎসা করতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ। করোনাভাইরাস যেহেতু মুখের ভিতরেই থাকে তাই তা থেকে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন করোনাকালীন সময়ে চিকিৎসা বিষয়ে   কিছু নীতিমালা দিয়েছে। যেহেতু রুটক্যানেল বা স্ক্যালিং করার সময় ড্রপলেট এবং লালা বের হয় প্রচুর, তাই এই সময়ে রুটক্যানেল ও স্ক্যালিং করতে আপাতত নিষেধ করা হয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে যাবে। তাই ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন রুটক্যানেল বা স্ক্যালিং বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে।

ইমার্জেন্সির ক্ষেত্রে ডেন্টিস্টদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট অবশ্যই পরতে হবে। ডেন্টিস্ট চেম্বার সমসময় জীবাণুমুক্ত রাখতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। চেয়ার, টেবিল, ইকুইপমেন্ট সমসময় স্যানিটাইজড করতে হবে। আর এখন অনলাইনে রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। ব্যথার ওষুধ, মাউথ ওয়াশ, এন্টিবায়োটিক ইত্যাদি ব্যবস্থাপত্র অনলাইনেই দেওয়া যাচ্ছে। তবে ডায়াবেটিস, হৃদরোগ আছে এমন বেশি বয়স্কদের সরাসরি চিকিৎসা দেওয়া থেকে অনলাইনে চিকিৎসা দেওয়া উত্তম। আর সবাইকে এই সময়টায় অন্য যে কোনো সময় থেকে বেশি বেশি দাঁতের যতœ নিতে হবে যেন চিকিৎসকের শরণাপন্ন হতে না হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর