শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

লাশ দাফনে এগিয়ে আসে না কেউ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়ায় অন্য কোনো স্থান থেকে কেউ এখানে এসে মারা গেলে লাশ দাফনে এগিয়ে আসে না স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত আবদুুল গফুর মাস্টারের ছেলে শাহাদাত আলমের মৃত্যু হলে লাশ দাফনে কেউ এগিয়ে আসেননি। ফলে সারা রাত বাড়ির উঠানে পড়েছিল লাশ। এমন অমানবিক আচরণের খবর পেয়ে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল শুক্রবার সকালে  তিনি একটি স্বেচ্ছাসেবী দলকে সঙ্গে নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন। এ নিয়ে কাউনিয়ায় করোনায় ৪ মাসে ঢাকা ফেরত ৫ জন মারা গেলেন। মৃত এসব ব্যক্তির কারও লাশ দাফনে এগিয়ে আসেনি স্থানীয় লোকজন। উপজেলা প্রশাসন স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে লাশ দাফন করেছেন।

মৃত শাহাদাত আলম ঢাকায় চাকরি করতেন। ১৭ জুলাই গ্রামের বাড়ি আসেন। আসার পর তার জ্বর, শ্বাসকষ্ট উপসর্গ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতির জন্য তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের সহায়তায় লাশ বাড়িতে নিয়ে আসা হলে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সংক্রমণের ভয়ে পরিবারের লোকজন এবং ওই গ্রামের কেউ তার লাশ গোসল ও দাফনে এগিয়ে আসেননি। সারা রাত লাশ বাড়ির উঠানে পড়ে ছিল। তার মরদেহের পাশে মাকেও আসতে দেয়নি পরিবার ও স্থানীয় লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, আমি রাতে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ভোরে লাশ দাফনের ব্যবস্থা করি। তিনি বলেন, ভিন্ন স্থান থেকে কেউ এসে মারা গেলে করোনার ভয়ে কেউই লাশের কাছে আসে না। এটা খুবই দুঃখজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর