মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদির। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গুলশান থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। গত ২০ জুলাই রাজধানীর একটি হোটেল থেকে এমডি ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে, ১৯ জুলাই দুপুরে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিককে আটক করে র‌্যাব।

সর্বশেষ খবর