বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় মৃত্যু ছুঁয়েছে তিন হাজার

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯৬০, মৃত্যু ৩৫

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যু ছুঁয়েছে তিন হাজার

দেশে প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ শনাক্তের পর ৪ মাস ২০ দিনে সরকারি হিসাবেই মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ ছাড়া প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। মৃত্যুর পর তাদের কারও কারও নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে। অনেকের নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে সেই মৃত্যুগুলোর কারণ অজ্ঞাতই থেকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯৬০ জনের করোনা শনাক্ত হওয়ায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  তিনি জানান, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। গড় শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হওয়ায় ভাইরাসটিতে দেশে মোট মারা গেলেন তিন হাজার। রোগী শনাক্ত তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ। বুলেটিনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও নয়জন নারী। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব ১৩ জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮০ বছরের বেশি বয়সী চারজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং রংপুর বিভাগের দুজন ছিলেন। দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৬৪ জনের। ৩০ জুনের বুলেটিনে এ তথ্য জানানো হয়। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৪ হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।

 করোনা সংক্রমণ নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য- কুমিল্লা : এ জেলায় ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৬০ জনের। ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। মোট মারা গেছেন ১৪১ জন। জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন তিন হাজার ৫৬৩ জন। কুমিল্লায় এখন পর্যন্ত ২৪ হাজার ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এসেছে ২৪ হাজার ৮১০টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় কুমিল্লায় শনাক্তের হার ২১ দশমিক ৬০ শতাংশ। বগুড়া : ২৪ ঘণ্টায় ৩২৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। এ নিয়ে বগুড়ায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ৬২৬ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯৬ জন। নতুন করে একজন মারা যাওয়ায় জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। টাঙ্গাইল : জেলা প্রশাসক আতাউল গনিসহ জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো এক হাজার ৫১৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। দিনাজপুর : ২৪ ঘণ্টায় ১৬৩ জনের নমুনা পরীক্ষায় নবাবগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৮১ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১৭ জন। বাগেরহাট : এ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাটে করোনা শনাক্ত হলো ৫৫১ জনের। আক্রান্তদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫৭ জন। গাজীপুর : এ জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৭৯ জনে। এ ছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৮১৪ জন। মারা গেছেন ৫১ জন। সর্বশেষ ৩০ হাজার ৩৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সর্বশেষ খবর