বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের গতি ফের বৃদ্ধি

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে ফের ব্রাজিলকে টপকে গেছে যুক্তরাষ্ট্র। এক দিনের ফলাফল অনুযায়ী, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মৃত্যু ছিল ১ হাজার ২৪৫ জন এবং নতুন আক্রান্ত ছিল ৬৪ হাজার ৭২৯ জন। আর শীর্ষ অবস্থান থেকে নেমে আসা ব্রাজিলে মৃত্যু ছিল ৯৫৫ জন ও নতুন আক্রান্ত ৪১ হাজার ১৬৯ জন। এ ক্ষেত্রে তৃতীয় অবস্থানে ছিল ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ছিল ৭৭৬ জন ও নতুন আক্রান্ত ছিল ৪৯ হাজার ৬৩২ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি। মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

সূত্র জানায়, আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে ল-ভ- করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ লাখ। মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩২০ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮৪ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ৮৮ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ৮৯৯। এর মধ্যে ৩৪ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর