শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

বেনাপোলে নেশার টাকা না পেয়ে বড় ভাইকে গুলি করে হত্যা

বেনাপোল প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে  বড় ভাই  রাসেল মিয়াকে গুলি করে হত্যা করেছে একাধিক মামলার আসামি ছোট ভাই আমজাদ হোসেন নামে এক সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে। নিহত রাসেল কাগজপুকুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বড় ভাইকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সময়  ইছামতি নদীর পাড় থেকে  আমজাদকে  পিস্তল, গুলি ও চাকুসহ আটক হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

নিহতের চাচা আবদুল কারিম বলেন, মঙ্গলবার রাত্রে আমজাদ নেশার জন্য তার বড় ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০টার সময় আবার সে রাসেলের কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। রাসেলকে বুরুজবাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, বেনাপোল শার্শার কুখ্যাত সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামি নিজের বোমায় নিজে নিহত আমিরুলের সেকেন্ড ইন কমান্ড ছিল এ আমজাদ হোসেন। আমিরুল নিহত হওয়ার পর থেকে সে কাগজপুকুর বেনাপোল শার্শা এলাকায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডে  জড়িত ছিল। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমজাদ তার ভাইকে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে আটক করা হয়। তার কাছ থেকে এ সময় একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর