শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ কমাতে সচেতনতা বাড়াতে হবে

-ডা. মুশতাক হোসেন

সংক্রমণ কমাতে সচেতনতা বাড়াতে হবে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেছেন, শহরের চেয়ে গ্রামে কভিড-১৯ আক্রান্তের হার এখন বেশি। তাই এবার শহর থেকে গ্রামে নয়, গ্রাম থেকে শহরে ভাইরাস বহন করে নিয়ে আসবে মানুষ। ফেরিঘাট, গণপরিবহনে দূরত্ব বজায় রেখে যেতে হবে। পশু কোরবানি দেওয়া এবং মাংস বাড়ি বাড়ি দেওয়া, নাড়াচাড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংক্রমণ কমাতে চাইলে জনসম্পৃক্ততা বাড়িয়ে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর কোরবানির পশু কেনা সরকারি ব্যবস্থাপনায় করতে হতো। পৃথিবীর কোনো দেশেই এভাবে পথে-ঘাটে, যেখানে-সেখানে পশু কোরবানি চলে না। মধ্যপ্রাচ্যে সরকার কোরবানি করে যারা দরিদ্র কিংবা মাংস নিতে চায় তাদের দিয়ে দেয়। এ রকম কার্যক্রম আমাদের সরকারের হাতে নেই। আসলে কোরবানির হাট নিয়ে আগ্রহ বেশি ইজারাদার ও দালালদের। কোরবানি কীভাবে কোথায় হবে এ বিষয়ে আগ্রহ বেশি চামড়া ব্যবসায়ীদের। কুসংস্কার মানতে গিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে না। সমাজের মানুষের সুস্থতার বিষয়ে সতর্ক থাকাও আমাদের কর্তব্য।

সর্বশেষ খবর