শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি রুখতে পারে করোনা

-ডা. মো. নাজমুল করিম মানিক

স্বাস্থ্যবিধি রুখতে পারে করোনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক বলেছেন, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ফেরিঘাটে, গণপরিবহনে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মুখ, নাক, চোখ দিয়ে ভাইরাস শরীরে প্রবেশ করে। তাই মাস্ক, চশমা ব্যবহার করতে হবে এবং বারবার হাত ধুয়ে জীবাণু অকার্যকর করতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধিই রুখতে পারে করোনাভাইরাস।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়। কোরবানির সময় ভিড় করা যাবে না। কোরবানির আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। যারা মাংস কাটাসহ সার্বিক কাজ করবে তাদের মাস্ক পরে হাত ধুয়ে নিতে হবে। নোংরা জায়গায় পশু কোরবানি করা যাবে না। কোরবানির পরে ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে জায়গা ধুয়ে পরিষ্কার করতে হবে। মানুষের বারবার হাত মুখে দেওয়ার অভ্যাস রয়েছে। তাই হাত ধোয়ার বিকল্প নেই। হাঁচি, কাশি থেকে পড়া ড্রপলেটে করোনাভাইরাস ছড়ায়। তাই হাঁচি দেওয়ার সময় কাপড়, টিস্যু ব্যবহার করতে হবে। মাস্ক পরিহিত অবস্থায় হাঁচি দিলে সেটা সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করতে হবে। ঈদে বাড়ি গিয়ে অনেকেই আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজকে সুস্থ রাখা আমাদের নাগরিক দায়িত্ব।

সর্বশেষ খবর