শিরোনাম
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

আন্তর্জাতিক জঙ্গিদের মুগ্ধ করতেই পুলিশের ওপর হামলা!

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে ‘মুগ্ধ’ করতে চাইছে নব্য জেএমবি। ওরা মুগ্ধ হলে এদের তহবিল দেবে। তহবিল সংগ্রহের চেষ্টা চালানোর পাশাপাশি তাবলিগ জামাতের টোপ দিয়ে সহজ-সরল লোকজনকে দলে ভেড়ানোর কাজও করছে তারা। চট্টগ্রামে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সদস্যরা এই তথ্য দিয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘সিএমপি’র ট্রাফিক পুলিশ বক্সে হামলায় সংশ্লিষ্ট প্রায় সবার বাড়ি দক্ষিণ চট্টগ্রামে হওয়ায় জেলা পুলিশও তাদের নিয়ে কাজ করছে। পলাতক এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়াদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে জঙ্গিদের তহবিলের উৎস ও জোগানদাতাদের চিহ্নিত করারও কাজ করছে পুলিশ।’

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে মূলত আন্তর্জাতিক ফোকাসের জন্যই পুলিশের ওপর হামলাগুলো হচ্ছে। ধারণা করছি, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যেই তারা ফোকাসে আসতে চায়।’ তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া প্রত্যেকেই অর্থ জোগানদাতা হিসেবে দুবাই প্রবাসী শাহজাহানের নাম বলছে। এমনও হতে পারে শাহজাহানের মাধ্যমেই তহবিল সংগ্রহের চেষ্টা করছে নব্য জেএমবি।’

জানা যায়, চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বক্সে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতার হওয়া জঙ্গি সাইফুল্লাহ, এমরান, আবু সালেহ এবং মো. সাহেদ জিজ্ঞাসাবাদে জানায়-নব্য জেএমবির চট্টগ্রামে উপস্থিতি জানান দিতেই পুলিশের ওপর হামলা করেছে।

 এ হামলাগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেদের উপস্থিতি জানান দিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা। চট্টগ্রামে নব্য জেএমবিকে অর্থদাতা হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাহজাহানের নাম। প্রশাসন ধারণা করছে, শাহজাহানের মাধ্যমেই তহবিল সংগ্রহ করছে নব্য জেএমবি। পুলিশ বক্সে হামলায় জড়িত প্রত্যেকেই বলেছে এই লোকটির নাম। পুলিশ এখনো পর্যন্ত শাহজাহানের বিস্তারিত ঠিকানা জানতে না পারলেও তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া গেছে। তাবলিগ জামাতে যুক্ত হওয়ার টোপ দিয়েই ট্রাফিক বক্সে হামলায় জড়িতদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হয়। এরপর রিক্রুটকারী মগজধোলাই করে তাদের নব্য জেএমবিতে যুক্ত করে। ঘটনা খতিয়ে দেখতে গিয়ে ১৫ জনের নাম পেয়েছে তদন্তকারী সংস্থা। তাদের প্রত্যেকেই দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা। তারা প্রায় একই সময়ে নব্য জেএমবিতে যুক্ত হয়। তারা এক সময় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘ট্রাফিক পুলিশ বক্সে হামলার নেপথ্যে শাহজাহান নামে একজনের নাম উঠে আসছে। তার বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুবাইয়ে পলাতক শাহজাহানের গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের কোনো উপজেলায়।’ প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নগরীর ২ নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সে  বোমা হামলা করা হয়। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। ঘটনার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করলেও তা অস্বীকার করেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ খবর