শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র

আট বিদেশিসহ ১১ জন করোনায় আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত আট বিদেশিসহ ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিদেশি আটজনের সবাই ফিলিপাইনের নাগরিক। এ ছাড়া আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধবার ৭০ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের প্রতিবেদন পজিটিভ আসে। আক্রান্তরা মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে বিভিন্ন পদে কর্মরত। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও আটজন ফিলিপাইনের নাগরিক। বুধবার পর্যন্ত এই উপজেলায় কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৭০। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানান, আক্রান্তদের মধ্যে দুজন বিদেশিসহ পাঁচজনকে চিকিৎসার জন্য গতকাল সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ছয়জন বিদেশিকে প্রকল্পের ভিতরে আইসোলেশনে রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর