শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা
করোনাভাইরাস

গন্তব্য দেশ না চাইলে বিদেশগামীদের নেগেটিভ সনদ লাগবে না

নিজস্ব প্রতিবেদক

গন্তব্য দেশ না চাইলে করোনার নেগেটিভ সনদ ছাড়াই বিদেশগামীরা সংশ্লিষ্ট দেশে যেতে পারবেন। গতকাল অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে শিগগির একটি প্রজ্ঞাপনও জারি করা হবে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছিলেন। এর আগে গত ৯ জুলাই ইতালির রোম থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে যাওয়া ১২৫ যাত্রীকে করোনা নেগেটিভ সনদ নিয়ে যাওয়ার পরও ফেরত পাঠিয়ে দেয় দেশটি। এ নিয়ে তুমুল বিতর্ক হয়। যদিও সে দেশ থেকে করোনা নেগেটিভ সনদ চাওয়া হয়নি। তারপরও বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরা সনদ নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়ে সরকার। এই অবস্থায় সরকার বিদেশগামীদের ক্ষেত্রে করোনা সনদ সংগ্রহের বাধ্যবাধকতার ঘোষণা দেয়। ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে সব বিদেশগামী যাত্রীদের জন্য বিমানবন্দরে কভিড-১৯ নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়। এক সপ্তাহের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে দাঁড়িয়েছে। গতকালের বৈঠক সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, এখন শুধু যে দেশ থেকে চাওয়া হবে শুধু সেই দেশে ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেট নিলেই হবে। তিনি বলেন, গতকালই একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করা হবে।

সর্বশেষ খবর