বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ২ কোটির পথে, মৃত্যু ৭ লাখ

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ৮ মাসে মৃত্যুর সংখ্যা হয়েছে প্রায় ৭ লাখ। আক্রান্তের সংখ্যাও ২ কোটির পথে ধেয়ে চলছে। আর মাত্র ১২ লাখ যুক্ত হলেই মোট আক্রান্তের সংখ্যা হবে ২ কোটি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত সোমবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ছিল ভারতে। দেশটিতে এদিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৮১০ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ছিল ৫৭২ জন ও তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ছিল ৫৬৮ জন। পরবর্তী অবস্থান অনুযায়ী কলম্বিয়ায় মৃত্যু ছিল ৩৬৭ জন, মেক্সিকোয় ২৭৪ জন, ইরানে ২১৫ জন, পেরুতে ১৯৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১৭৩ জন, আর্জেন্টিনায় ১৬৫ জন। এদিন ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মারা যান ৪ হাজার ৩৭৪ জন এবং নতুন আক্রান্ত হন ১ লাখ ৯৯ হাজার ৭৭০ জন।

এক দিনে সর্বোচ্চ মৃত্যু পশ্চিমবঙ্গে : প্রাণঘাতী করোনাভাইরাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ জনে। এই সময়ে করোনা মিলেছে ১ হাজার ৭১৬ জনের দেহে। স্বাস্থ্য দফতর জানায়, ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় ২১ জন মারা গেছেন। এই দুই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৬ ও ৫১০ জন। আক্রান্তের সংখায় এর পরের জেলাগুলো হলো হাওড়া (১৮৫), দক্ষিণ চব্বিশ পরগনা (১৪৪) ও হুগলি (৯১)। যুক্তরাষ্ট্রে আক্রান্ত আরও ৪৬ হাজারের বেশি : যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়ছেই। নতুন করে আরও ৪৬ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৬ হাজার ৩২১ জন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে আগের দুই দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কমতে দেখা গেছে। তার আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর