বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে বিএনপির রাজনীতি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে বিএনপির রাজনীতি। সম্প্রতি ইতালি প্রবাসী বিএনপি নেতার এক বক্তব্যে প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। দিনের আলোতে দেখতে পায় রাতের অন্ধকার। গতকাল বিকালে সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশের এই সময়ে’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, একটি মতলবি মহল দেশ ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। লাখ লাখ প্রবাসীর অবস্থানকে নড়বড়ে করছে। তিনি বলেন, বিদেশে অবস্থান করলেও আপনাদের হƒদয়জুড়ে বাংলাদেশ। দেশের যে কোনো ভালো সংবাদ যেমনি আপনাদের আনন্দিত করে, তেমনি খারাপ সংবাদ ব্যথিত করে। প্রবাসে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সোচ্চার থাকুন। শেখ হাসিনা সরকারের ইতিবাচক অর্জন তুলে ধরুন, প্রচার করুন। প্রবাসে আপনাদের মধ্যে যারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছেন তাদের দায়িত্ব একটু বেশি। যারা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ান। সেতুমন্ত্রী আরও বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রদানে পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসগুলোকে সম্প্রতি নির্দেশনা দিয়েছে। দূতাবাসগুলোর সেবার মান নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আপনারা প্রয়োজনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নজরে আনতে পারেন। প্রয়োজনে আমাকেও জানাতে পারেন, আমি নেত্রীকে জানাতে পারব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর