বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বন্যার্তদের মাঝে সরকারের ত্রাণ তৎপরতা নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা মহামারীর মধ্যেই শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ক্ষমতাসীন সরকারের কোনো ত্রাণ তৎপরতা নেই। আমরা বার বার তাগিদ দেওয়ার পরও সরকার কোনো কর্ণপাত করেনি। গত শনিবার ঈদের দিন সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এখানে বিশেষ মোনাজাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতা-কর্মী অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি। ঈদুল আজহার যে শিক্ষা সেই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের শপথ নিয়েছি। তিনি বলেন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আমরা প্রতিবছরই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মাজারে আসতাম।

কিন্তু তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দী রেখে বিভিন্ন শর্তে কয়েক মাসের মুক্তি দিয়েছে।

আমরা তার বিনা শর্তে অবিলম্বে মুক্তি চাই। তিনি এখনো পুরো সুস্থ নন। তার সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর