শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অন্যরকম প্রয়াণবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

অন্যরকম প্রয়াণবার্ষিকী

গতকাল বাইশে শ্রাবণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণবার্ষিকী। করোনা সংক্রমণের কারণে এবার ছিল না কোনো আনুষ্ঠানিকতা। তবে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়াল সংগীতসন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল ছিল কবিগুরু স্মরণে দুই দিনের এ আয়োজনের প্রথম দিন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় বিশেষ ফেসবুক লাইভ ‘কবিপ্রণাম’। আলোচনা ও সংগীত দিয়ে সাজানো হয় কবিপ্রণাম। এতে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের শিল্পসমালোচক শঙ্করলাল ভট্টাচার্য। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন পীযূষ বড়ুয়া ও বিদিশা দেওয়ানজী। পীযূষ বড়ুয়া পরিবেশন করেন ‘আজি ঝড়ের রাতে, আমি তখন ছিলেম মগন, শ্রাবণের ধারার মতো, মনে কি  দ্বিধা রেখে ও আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’ বিদিশা দেওয়ানজীর কণ্ঠে গীত হয় ‘বহে নিরন্তর, আসা যাওয়ার পথের ধারে, মেঘের পরে মেঘ জমেছে, আমার প্রাণের পরে চলে গেল কে, ও পুব হাওয়াতে দেয় দোলা।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। আজ শুক্রবার একই সময়ে হবে সমাপনী দিনের সংগীতানুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর