শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শনাক্ত আড়াই লাখ ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

নিজস্ব প্রতিবেদক

শনাক্ত আড়াই লাখ ছুঁইছুঁই

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পাঁচ মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই লাখে। সরকারি হিসাবেই মৃত্যু হয়েছে তিন হাজার ৩০৬ জনের। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। করোনার প্রথম থাক্কায় বিপর্যস্ত চীন, ইতালি, স্পেনের মতো দেশগুলো তিন মাসের মধ্যে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলেও বাংলাদেশে এখনো সংক্রমণ হার বেড়েই চলেছে। প্রথম রোগী শনাক্তের তিন মাসের মাথায় গত ৮ জুন গড় শনাক্ত হার ছিল ১৬ দশমিক ৬৭ শতাংশ। গতকাল সেই হার বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ৩৮ শতাংশ। আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় গতকাল শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৪৩ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যোগ দিয়ে গতকাল দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের  (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ। তিনি জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৩টি ল্যাবে ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ৯৭৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হওয়ায় ভাইরাসটির সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩০৬ জনে। এ পর্যন্ত দেশে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ। আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৭৪ জন রোগী সুস্থ হয়ে ওঠায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৩ হাজার ৮২৪ জনে।

ডা. বায়েজিদ খুরশিদ জানান, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং সাতজন নারী। এর মধ্যে সাতজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, নয়জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, বাকিরা বিভিন্ন বয়সের। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের, চারজন খুলনা বিভাগের, দুজন বরিশাল বিভাগের, দুজন সিলেট বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং তিনজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

বগুড়া : এ জেলায় করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো পাঁচ হাজার ৪৯ জনের শরীরে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৭৭২ জন। মারা গেছেন ১১২ জন। দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় করোনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিজ বাড়িতে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪০ জন। একই সময়ে ১৭০ জনের নমুনার ফলাফলে কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক সরকারসহ ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৮ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯২৯ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। চুয়াডাঙ্গা : ২৪ ঘণ্টায় ১৫৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চুয়াডাঙ্গায় এক দিনে সর্বোচ্চ ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭৫৯ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও মারা গেছেন ১৩ জন। চাঁদপুর : এ জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো এক হাজার ৮৯০ জনের। মারা গেছেন ৭৫ জন। মোট শনাক্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ৭৪৭ জন চাঁদপুর সদরের বাসিন্দা। এ ছাড়া ফরিদগঞ্জে ২১৬ জন, হাজীগঞ্জে ১৮১ জন, কচুয়ায় ৭৮ জন, শাহরাস্তিতে ১৯০ জন, মতলব উত্তরে  ১৪৭ জন,  মতলব দক্ষিণে  ২০৩ জন ও  হাইমচরে  ১২৮ জন। তবে স্থানীয়দের মতে, সদর থেকে বেশি নমুনা সংগ্রহ করায় সেখানে রোগী বেশি পাওয়া যাচ্ছে। অন্য জায়গায় নমুনা পরীক্ষা বাড়ালে সেসব জায়গায়ও রোগী বাড়বে। কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজন নারীসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এ নিয়ে এই হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩০৮ জন মারা গেছেন। হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে কভিড-১৯ আক্রান্ত হয়ে মোহন বাঁশি দাস (৭৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর