শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

তরুণরাই এখন সংক্রমিতের শীর্ষে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ লাখ ১৩ হাজারে পৌঁছেছে। আর আক্রান্তের সংখ্যা হয়েছে অন্তত ১ কোটি ৯২ লাখ। গত বুধবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৭ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩২৫ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক জরিপের ফলাফলে জানিয়েছে, বর্তমানে তরুণরাই সংক্রমিতের শীর্ষে রয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, ভয়েস অব আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত যে ৬০ লাখ লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তার ১৫ ভাগের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। কিন্তু এর আগে এই সংক্রমণের হার ছিল ৪.৫ ভাগ। দেখা গেছে, গত পাঁচ মাসে কভিড-১৯-এ তরুণরাই তিনগুণ বেশি সংক্রমিত হয়েছে। এর জন্য শারীরিক দূরত্ব বজায় রাখতে তরুণদের ব্যর্থতাকেই সংস্থাটি দায়ী করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস গতকাল বলেন, ‘আমরা এর আগেও বলেছি এবং আবারও বলব যে, তরুণরা এই রোগমুক্ত নয়। তারা সংক্রমিত হতে পারে, মারাও যেতে পারে।’ ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত বুধবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ৩২২ জন, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩১১ জন, ভারতে ৯১৯ জন, মেক্সিকোতে ৮২৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৪১৪ জন। এদিন নতুন করে আক্রান্ত হন ভারতে ৫৬ হাজার ৬২৬ জন, যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার ১৪৮ জন, ব্রাজিলে ৫৪ হাজার ৬৮৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৮ হাজার ৫৫৯ জন, মেক্সিকোয় ৬ হাজার ১৪৮ জন। ভারতে মৃত্যু ছাড়াল ৪০ হাজার : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের  দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে কভিড-১৯ এ মোট মৃত্যু ৪০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে।

এক দিনে নতুন ৫৬ হাজার ২৮২ শনাক্ত রোগী নিয়ে ভারতে সরকারি হিসাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগী ও মৃত্যুর তালিকায় ভারতের মধ্যে প্রথম দুটি স্থানে রয়েছে মহারাষ্ট্র ও তামিল নাড়ু। কভিড-১৯ মহারাষ্ট্রের ১৬ হাজার ৪৭৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দক্ষিণের রাজ্য তামিল নাড়ুতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৬১ জনের। দিল্লিতে ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪ জন। জুলাই জুড়েই মৃত্যু বেড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। সেখানে কভিড-১৯ এ এখন পর্যন্ত মৃত্যু তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। গুজরাটে মৃত্যু ছাড়িয়েছে আড়াই হাজার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর