শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ডেনিম রপ্তানিতে শীর্ষ স্থানে আছে বাংলাদেশ

-এ কে আজাদ

ডেনিম রপ্তানিতে শীর্ষ স্থানে আছে বাংলাদেশ

দেশের অন্যতম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের কর্ণধার ও শীর্ষ ব্যবসায়ী নেতা এ কে আজাদ বলেছেন, মহামারী করোনাভাইরাস প্রেক্ষাপটে ভোক্তা পর্যায়ের ক্রেতারা এখন অনলাইনে কেনাকাটা করছেন। শপগুলোও বন্ধ রয়েছে। এর পরও বাংলাদেশি পোশাক পণ্যের বৈশ্বিক ক্রেতারা যেসব ক্রয়াদেশ এরই মধ্যে স্থগিত বা বাতিল করেছিলেন, তা আবার ফিরিয়ে দিচ্ছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, বৈশ্বিক ক্রেতারা ক্রয়াদেশ দেওয়া শুরু করলেও মূল্য কমে যাচ্ছে প্রায় ১০ শতাংশ। বর্তমানে ৭৫ শতাংশ বুকিং আছে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত। আর নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত আছে ৬০ শতাংশ। করোনাকালের এই দুর্দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের এক নম্বর অবস্থানে থাকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশি ডেনিম পণ্যের ভালো চাহিদা আছে। তারই প্রতিফলন দেখছি মার্কিন বাজারে। দেশটিতে ডেনিম রপ্তানিতে চীন ও মেক্সিকোকে পেছনে ফেলে বাংলাদেশ শীর্ষস্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আগে থেকেই ডেনিম রপ্তানিতে শীর্ষস্থানে আছে বাংলাদেশ। অবস্থানের এই উন্নতি বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে নতুন উচ্চতা দেবে। বিশ্ববাজারে পোশাক রপ্তানি বৃদ্ধিতে এই ভাবমর্যাদা কাজে দেবে। দেশি-বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট হবে। প্রচলিত বাজারের মধ্যে একক রাষ্ট্র হিসেবে প্রধান বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির চিত্রটা তুলনামূলক ভালো। গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি কম হয়েছে ১৬ শতাংশ। রপ্তানি হয়েছে ৫১৫ কোটি ডলারের পোশাক। মার্কিন বাজার নিয়ে আশাবাদী হলেও করোনাকালে ইউরোপের বাজার নিয়ে উদ্বিগ্ন এ কে আজাদ বলেন, বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে সার্বিক রপ্তানি কমেছে, আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ। পোশাকে কমেছে ১৮ শতাংশ। পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি কমেছে ১৯ শতাংশ। এক বছরে ওই জোটে বাংলাদেশের রপ্তানি কমেছে ৪০০ কোটি ডলারের মতো। এ পরিস্থিতিতে ইইউ-ভিয়েতনাম এফটিএ কার্যকর হওয়া আমাদের জন্য উদ্বেগের। কারণ স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে ২০০১ সাল থেকে ইইউতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করছে বাংলাদেশ। ফলে ইইউতে রপ্তানি বাণিজ্যে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ খবর