শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিশ্ব একটু ঘুরে দাঁড়ালেই বিশাল সম্ভাবনা দেখছি

-শফিউল ইসলাম মহিউদ্দিন

বিশ্ব একটু ঘুরে দাঁড়ালেই বিশাল সম্ভাবনা দেখছি

মহামারী করোনাভাইরাস সংকট উত্তরণে বিশ্ব একটু ঘুরে দাঁড়ালেই বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশাল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। পোশাকশিল্প মালিকদের এই নেতা বলেন, করোনার চেয়ে আতঙ্ক আমাদের বেশি ক্ষতি করেছে। এই ক্ষতিও আমরা পুষিয়ে উঠতে পারব। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। তিনি বলেন, করোনার আতঙ্ক এখনো পুরোপুরি দূর হয়নি। তবে বাংলাদেশি পোশাক পণ্যের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের দোকানপাট খোলা শুরু করেছে। ওয়ালমার্টের মতো ক্রেতা প্রতিষ্ঠানগুলো খুলছে। কিন্তু এইচএন্ডএম ও জেসি পেনির মতো পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান খোলেনি।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর সাবেক এই সভাপতি বলেন, আমাদের কারখানাগুলো একেবারে ছোট থেকে শুরু করে মধ্যসারির ক্রেতাদের পোশাক তৈরি করছে। ফলে মহামারী করোনাভাইরাস থেকে বিশ্ব একটু ঘুরে দাঁড়ালেই বিশাল সম্ভাবনা দেখছি। যদিও করোনার চেয়ে আতঙ্ক এরই মধ্যে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ওনাস গ্রুপের এই কর্ণধার মনে করেন, বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তি আছে। এই শক্তির ওপর ভর করেই অতীতে যে কোনো দুর্যোগ মোকাবিলা করে এগিয়েছে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দল-মত নির্বিশেষে সবার কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছেন। ফলে যত দুর্যোগই আসুক না কেন, তা অতীতে মোকাবিলা করেছি। এখন করোনাকেও জয় করব। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এর আগে অর্থনৈতিক মন্দা অতিক্রম করে দেশের অর্থনীতি এগিয়ে নিয়েছি। তখনো কিন্তু আমাদের অর্থনীতিতে ধস নামেনি। আজকের করোনাভাইরাস পরিস্থিতিতেও আমরা সবার সম্মিলিত প্রয়াসে ঘুরে দাঁড়াব। এক্ষেত্রে প্রয়োজন সরকারি দফতরগুলোর সর্বাত্মক সহযোগিতা। এখানে যেন আমরা বাধা সৃষ্টি না করি। এটাই প্রশাসনের প্রতি আহ্বান।

সর্বশেষ খবর