শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যসেবা কর্মীদের কোয়ারেন্টাইন বিষয়ে জারি করা পরিপত্র বাতিলের দাবি করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। কর্মীদের কর্মদিবস পুনঃনির্ধারণসহ তাদের চিকিৎসা প্রদানকালীন ও কোয়ারেন্টাইন সময়ে আবাসন ও যাতায়াতের সুব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ পরিপত্র বাতিলের দাবি জানানো হয়। তারা আরও বলেন, এই পরিপত্র স্বাস্থ্যকর্মীদের প্রতি অন্যায় ও অমানবিক আচরণ বলেই আমরা মনে করি। সুতরাং এ পরিপত্র দ্রুত বাতিল করে কর্মদিবস পুনঃনির্ধারণ করা ও কোয়ারেন্টাইনের সময়ে থাকা-যাতায়াতের সুব্যবস্থা করা হোক।

সর্বশেষ খবর