শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চলচ্চিত্রশিল্পীদের কল্যাণে ট্রাস্ট করছে সরকার

বিশেষ প্রতিনিধি

চলচ্চিত্র শিল্পীদের নিয়মিত আর্থিক সহায়তা দিতে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করবে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনা উঠবে। সাংবাদিক কল্যাণ  ট্রাস্টের আদলে এ ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক বছর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শিল্পীদের এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট তথ্য মন্ত্রণালয় ট্রাস্টের নীতিমালা চূড়ান্ত করে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বপ্ন নিয়ে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন গঠন করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবসময় আন্তরিক ও মানবিক। চলচ্চিত্র শিল্পীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠনের যে উদ্যোগ নিয়েছেন তা নিশ্চয়ই ইতিহাস হয়ে থাকবে। এটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশের খ্যাতিমান চলচ্চিত্র একাধিক শিল্পীর উন্নত চিকিৎসায় সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা দিয়ে প্রশংসিত হয়েছেন। শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন হলে অসহায় ও দুস্থ শিল্পীরা প্রতি বছর নিয়মিত আর্থিক সহায়তা পাবেন।

সর্বশেষ খবর