শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের নির্বাচন

ডেমোক্র্যাট দলের প্রার্থিতা বাছাইয়ে বিজয়ী হলেন বাঙালি নারী রাশিদা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ডেমোক্র্যাটিক পার্টিতে প্রগতিশীল চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ মুসলিম নারী কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যেব (৪৪) বিপুল ভোটে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে জয়ী হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই নির্বাচনে তার কাছে দ্বিতীয় বারের মতো ধরাশায়ী হয়েছেন ডেট্রয়েট সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রেন্ডা জোন্স।

সর্বশেষ তথ্য অনুযায়ী বাঙালি নারী রাশিদা তাইয়্যেব ভোট পেয়েছেন ৬৬ ভাগ (ভোট সংখ্যা ৭১,৭০৩)। ব্রেন্ডা জোন্স পেয়েছেন ৩৪ ভাগ (ভোট সংখ্যা ৩৬,৪৯৩)। এক বিবৃতিতে রাশিদা বলেন, ভোটাররা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে, তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন, তারা এমন একটি অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা চান যা স্থিতাবস্থা গ্রহণ করবে এবং জিতবে। উল্লেখ্য, কংগ্রেসওম্যান রাশিদা হচ্ছেন ফিলিস্তিনি আমেরিকান, যিনি দুই বছর আগে কংগ্রেসে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। রাশিদার বিজয়ে প্রবাসীরাও উৎফুল্ল। কারণ, রাশিদার মাধ্যমেই অভিবাসী সমাজের দাবি কংগ্রেসে সরব রয়েছে। তাই ৩ নভেম্বরের মূল নির্বাচনেও রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে রাশিদাকে বিপুল বিজয় প্রদানে সবাই সংকল্পবদ্ধ। মিশিগানের ত্রয়োদশতম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট তথা বাংলাদেশি অধ্যুষিত ডেট্রয়েট সিটি নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় ভোটারের সিংহভাগই মুসলমান হলেও রাশিদাকে হটাতে ট্রাম্পের অনুসারীরাও মাঠে নেমেছিলেন। এ ছাড়া ডেমোক্র্যাটিক পার্টিতে বিত্তশালী চাঁদাদাতারাও রাশিদার বিরুদ্ধে অর্থ বিনিয়োগ করার অভিযোগ রয়েছে। কারণ নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজের নেতৃত্বে প্রতিনিধি পরিষদে চার সদস্যের যে গ্রুপ রয়েছে তার অন্যতম হলেন রাশিদা। তারা সবসময় খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপসহীন। তারা মেহনতি মানুষের স্বার্থে ডেমোক্র্যাটদের সমালোচনাতেও মুখর রয়েছেন। রাশিদার মতো করটেজকেও ধরাশায়ী করতে প্রেসিডেন্ট ট্রাম্পসহ অনেকে কলকাঠি নেড়েছিলেন। ২৩ জুনের নির্বাচনে করটেজও বড় রকমের ব্যবধানে দলীয় প্রার্থী হিসেবে রায় সংগ্রহে সক্ষম হয়েছেন। এই টিমের অপর মুসলিম সদস্য মিনেসোটার ইলহান ওমরের নির্বাচন হবে        ১১ আগস্ট।

সর্বশেষ খবর