রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চিকিৎসাসেবায় অনাস্থা তৈরি হয়েছে

-ডা. নজরুল ইসলাম

চিকিৎসাসেবায় অনাস্থা তৈরি হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সরকারি-বেসরকারি এখন সব হাসপাতালই করোনা রোগী নিয়ে ব্যস্ত। অন্য রোগীদের চিকিৎসা নিয়ে তাদের মাথাব্যথা নেই। অনেক জটিল রোগীও নানা ভোগান্তিতে পড়ছে। চিকিৎসাসেবার প্রতি রোগীদের আস্থাহীনতায় হাসপাতাল বিমুখতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা টেস্ট না করে এলে কেউ ভর্তিও করাতে চায় না। হাসপাতালে গেলে রোগীদের কাছে করোনার টেস্টের সনদ চাওয়া হয়। জরুরি পরিস্থিতিতে রোগীর স্বজনরা করোনা সার্টিফিকেট কীভাবে আনবেন। সারা দিন-রাত বাবাকে হাসপাতালে ঘুরে ঘুরে তার সন্তান ভর্তি করাতে পারল না। এসব জানাজানি হওয়ার কারণে হাসপাতালের প্রতি মানুষের এক ধরনের অনাস্থাও তৈরি হয়। চলমান পরিস্থিতির শেষ কোথায় জানি না। করোনা কবে শেষ হবে, তাও জানি না।’

সর্বশেষ খবর