রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অভিযোগের অন্ত নেই হাসপাতাল ঘিরে

-সৈয়দ আবুল মকসুদ

অভিযোগের অন্ত নেই হাসপাতাল ঘিরে

কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশে যোগ্য চিকিৎসকের অভাব নেই। কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই। মানুষের সেই আস্থাহীনতা সে কতটা তা করোনার সময় প্রমাণিত হয়েছে। প্রথম দুই মাস বহু করোনা রোগী একাধিক সরকারি হাসপাতালে ঘুরে ভর্তি হতে পারেনি। অন্য রোগীদের ভোগান্তি সীমাহীন। হাসপাতাল ঘিরে অভিযোগের অন্ত নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে মারা গেছেন অনেক রোগী। এখন রোগীর সংখ্যা বেড়েছে কিন্তু সব হাসপাতালের ৮০ ভাগ শয্যা খালি। যাদের সামর্থ্য আছে তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ওপর রোগীর ভরসা নেই। ভরসা না থাকার জন্য দায়ী স্বাস্থ্য অধিদফতর। হাসপাতালে ভর্তি রোগী চিকিৎসা পাচ্ছে না। রোগীর কাছে ডাক্তার জান না বলে রোগীদের অভিযোগ। অনেক ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন। সব শ্রেণি-পেশার মানুষই মারা যাচ্ছে। চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়ার ভয়ে হাসপাতালে চিকিৎসা বন্ধ থাকতে পারে না। কোনো দেশে তা নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, করোনার কারণে সব হাসপাতালেই অন্য রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকারি ও বেসরকারি সব হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত। এর কোনো ব্যাখ্যা নেই।

 স্বাস্থ্য অধিদফতর করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা জানাচ্ছে, অন্য রোগে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা বলছে না। চিকিৎসা না পেয়ে বিভিন্ন রোগে মারা যাচ্ছে অনেক গুণ বেশি। স্বাস্থ্য অধিদফতরের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই। যেন তাদের কাজ শুধু করোনা নিয়েই। সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে করোনা ও অন্য রোগে চিকিৎসার জন্য কোনো রোগীই হাসপাতালে যেতে চাইবে না।

সর্বশেষ খবর