রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জনসংখ্যার ভিত্তিতে সর্বনিম্ন মৃত্যুহার বাংলাদেশে!

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১১, মৃত্যু ৩২

নিজস্ব প্রতিবেদক

জনসংখ্যার ভিত্তিতে সর্বনিম্ন মৃত্যুহার বাংলাদেশে!

করোনাভাইরাস আক্রান্তে শীর্ষ ২০ দেশের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে সর্বনিম্ন মৃত্যুহার বাংলাদেশে। ভাইরাসটির সংক্রমণে বাংলাদেশের প্রতি ১০ লাখ মানুষে মারা গেছেন ২০ জন। বাংলাদেশের পরেই পাকিস্তানে এ সংখ্যা ২৭ জন ও ভারতে ৩১ জন। অন্যদিকে সর্বোচ্চ মৃত্যুহার যুক্তরাজ্যে। দেশটিতে প্রতি ১০ লাখে মারা গেছেন ৬৮৫ জন মানুষ। এর পরেই আছে পেরু ৬২৫ জন, স্পেন ৬১০ জন, ইতালি ৫৮২ জন,  চিলি ৫২০ জন ও যুক্তরাষ্ট্র ৪৯৬ জন। গতকাল সন্ধ্যায় ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে। ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ২৪ ঘণ্টায় ৮৪টি পরীক্ষাগারে ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ৬১১ জনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। শনাক্ত হার ২২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষায় ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত গড় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬০৪। বুলেটিনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ, সাতজন নারী। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে একজন। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব চারজন ও ৮০ বছরের বেশি বয়সী একজন। ১৬ জন ছিলেন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং একজন ছিলেন বরিশাল বিভাগের। এদিকে বিশ্বে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে। রোগী শনাক্তে ফ্রান্স, ইতালি, জার্মানিকে ছাড়িয়ে বিশ্বে এখন ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় বাংলাদেশের অবস্থান ২৯তম।

করোনা সংক্রমণ নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য- বাগেরহাট : এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাগেরহাটে করোনা রোগী শনাক্ত হলো ৬৯৪ জন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৫০ জন। দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনার ফলাফলে স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মী, র‌্যাব সদস্যসহ আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪০০ জন। মারা গেছেন ৪২ জন। নোয়াখালী : ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫৭ জনের দেহে। এনিয়ে নোয়াখালী জেলায় করোনা রোগী শনাক্ত হলো ৩ হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৭ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৭ জন।

সাতক্ষীরা : নতুন করে আরও এক চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হলো ৭৯২ জন। সুস্থ হয়েছেন ৫৮৪। শেরপুর : জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২৮ জনের। মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ২৯১ জন।

সর্বশেষ খবর