রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ২ কোটির কাছাকাছি, মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। গতকাল সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৯৬ লাখ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ সময় পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছিল অন্তত ৭ লাখ ২৫ হাজার। প্রাপ্ত তথ্যানুযায়ী, মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৯২৭ জন। পাশাপাশি ইউরোপে মৃত্যুর সংখ্যা হয়েছে অন্তত ২ লাখ ৬ হাজার জন, এশিয়ায় ১ লাখ ৭ হাজার জন এবং আফ্রিকায় সাড়ে ২২ হাজারের বেশি। গত শুক্রবারের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এদিন মৃত্যু ছিল ১ হাজার ২৯০ জন এবং আক্রান্ত ৬৩ হাজার ২৪৬ জন। ব্রাজিলে এদিন মৃত্যু ছিল ১ হাজার ৫৮ জন এবং নতুন আক্রান্ত ছিল ৪৯ হাজার ৫০২ জন। ভারতে মৃত্যু ছিল ৯৪০ জন এবং নতুন আক্রান্ত ছিল ৬১ হাজার ৪৫৫ জন। এদিন ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ছিল ৬ হাজার ৪৪৮ জন এবং নতুন আক্রান্ত ছিল ২ লাখ ৮৩ হাজার ৯ জন। ভারতে মারাত্মক করোনা : এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে ক্রমশই আরও মারাত্মক আকার নিচ্ছে করোনা। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬১ হাজার ৫৩৭ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৩৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবরণ অনুযায়ী, দেশে কভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ২০ লাখ ৮৮ হাজার ৬১১-তে। সেই সঙ্গে এ ভয়ঙ্কর সংক্রামক রোগটি দেশে ৪২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এসবের মধ্যে এ রোগ থেকে পুনরুদ্ধারের হার আশা জাগাচ্ছে। সরকারি পরিসংখ্যান মতে, দেশে মোট ১৪.২৭ লাখ মানুষ করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিনই সুস্থতার হার বাড়ছে। যেখানে শুক্রবার করোনা থেকে পুনরুদ্ধারের হার ছিল ৬৭.৯৮ শতাংশ, সেখানে শনিবার সকালেই তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৩২ শতাংশে। দেশের মধ্যে সবচেয়ে বেশি কভিড আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টার মধ্যে দেশের যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে সেগুলো- হলো মহারাষ্ট্র (১০,৪৮৩), অন্ধ্রপ্রদেশ (১০,১৭১), কর্নাটক (৬,৬৭০), তামিলনাড়ু (৫,৮৮০) এবং উত্তরপ্রদেশ (৪,৪০৪)। এ পাঁচটি রাজ্যেই গত এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক কভিড-১৯ এর কারণে মৃত্যু পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ খবর