রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
ভারতে বিমান দুর্ঘটনা

দুই পাইলটসহ ১৮ জন নিহত, শতাধিক আহত

কলকাতা প্রতিনিধি

দুই পাইলটসহ ১৮ জন নিহত, শতাধিক আহত

ভারতের কেরালায় গত শুক্রবার রাতে বিমান দুর্ঘটনায় দুই পাইলটসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন পাইলট ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের পাইলট ও কো-পাইলটও মারা গেছেন। আহত হয়েছেন ১১২ জন যাত্রী। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট নম্বর ‘এএক্সবি-১৩৪৪ বিমানটি ৭.৪০ মিনিট নাগাদ কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনার আবহে ‘বন্দে ভারত’ মিশনের আওতায় বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ওই বিমানে করে দেশে আনা হচ্ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে রানওয়ে অত্যন্ত পিচ্ছিল হয়েছিল। তাছাড়া অবতরণের সময়ও প্রবল বৃষ্টি হচ্ছিল। ফলে বিমানবন্দরে অবতরণ করার পরই চাকা পিছলে যায় এবং বিমানটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি মাঝ বরাবর দুই টুকরো হয়ে যায়। এরপরই উদ্ধার কাজে হাত লাগায় ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহত যাত্রীদের উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের দায়িত্ব দিয়েছেন ‘এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে (এএআইবি)।’ কর্মকর্তারা জানান, বিমান দুর্ঘটনা ঘটলেও আরও অনেক মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে। কারণ সৌভাগ্যবশত বিমানটিতে আগুন ধরে যায়নি।

সর্বশেষ খবর