রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অবশেষে একাদশে ভর্তির আবেদন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষা শেষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে। আজ সকাল ৭টায় ভর্তি আবেদন শুরু হয়ে সব সরকারি-বেসরকারি কলেজগুলোয় অনলাইনের মাধ্যমে এ ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত। তবে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট অনলাইন সার্ভিস বন্ধ থাকবে। ৯ সাধারণ বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের ভর্তিযোগ্য কলেজ ও আসনসংখ্যার তালিকাও www.xiclassadmission.gov.bd  ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি নির্দেশিকার তথ্যমতে, একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি কলেজ পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। এ জন্য চার্জ পরিশোধ করতে হবে ১৫০ টাকা। নগদ, সোনালি ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওরক্যাশ ও রকেট সার্ভিসের মাধ্যমে এ টাকা পরিশোধ করা যাবে। ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য বিবেচিত হবেন। শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রম অনুসারে তাকে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। প্রথম পর্যায়ে ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট। ২৬ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। একই দিনে দ্বিতীয় পর্যায়ের আবেদনেরও ফল প্রকাশ করা হবে। কলেজ মনোনয়ন পাওয়া এসব শিক্ষার্থীর নিশ্চায়ন করতে হবে ৫ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। তৃতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৭ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। তথ্যমতে, সারা দেশে এবার ৭ হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। সে হিসেবে সব শিক্ষার্থী ভর্তির পরও আসন ফাঁকা থাকবে।

সর্বশেষ খবর