সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১৫ আগস্টের পর পর্যায়ক্রমে চালু হবে সব ট্রেন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। বর্তমানে রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তনগর ট্রেন এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে। এ ছাড়া ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে। এখন সরকার সব রুটে স্বাভাবিত ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

সর্বশেষ খবর