শিরোনাম
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পুরুষের ৭৯.১৪ শতাংশ মৃত্যু, নারীর ২০.৮৬

পরীক্ষার ২২.৬২ শতাংশ শনাক্ত, এক দিনেই মৃত্যু ৩৯

নিজস্ব প্রতিবেদক

পুরুষের ৭৯.১৪ শতাংশ মৃত্যু, নারীর ২০.৮৬

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯০৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী চার জন। মোট মৃতদের মধ্যে পুরুষ ২ হাজার ৭২১ জন (৭৯ দশমিক ১৪ শতাংশ) এবং নারী ৭১৭ জন (২০ দশমিক ৮৬ শতাংশ)।

গতকাল দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ সব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, মৃত ৩৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও চার জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও চার জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও  ২ হাজার ৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, কারোর করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ উপসর্গ থাকলে তারা অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। এ ছাড়া কেউ ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকলে তাদেরও নমুনা পরীক্ষা করাতে হবে। পাশাপাশি সবাইকে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

সর্বশেষ খবর