মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মৃত্যু বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

বৈরুত বিস্ফোরণ

প্রতিদিন ডেস্ক

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এসব বিক্ষোভে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতির প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পর বিচারমন্ত্রীও পদত্যাগ করেছেন। এদিকে বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২২০ জনে পৌঁছেছে বলে জানানো হয়েছে। সূত্র : বিবিসি। বৈরুতের গভর্নর মারওয়ান আববুদু গতকাল বলেছেন, বৈরুত বিস্ফোরণে ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন, তাদের অনেকেই বিদেশি শ্রমিক। খবরে বলা হয়, বৈরুত বন্দরে ঘটা বিস্ফোরণের জেরে  দেশটির বিচারমন্ত্রী মারি ক্লদ নাজম গতকাল পদত্যাগ করেছেন। এ নিয়ে মন্ত্রিসভার তৃতীয় সদস্য পদত্যাগ করলেন, কিন্তু তাতেও প্রতিবাদকারীদের ক্ষোভ কমেনি। রবিবার দ্বিতীয় রাতের মতো সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বিকালে প্রধানমন্ত্রী হাসান দিয়াব মন্ত্রিসভার বৈঠক ডাকেন। ওই সময়ও রাজধানীজুড়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। জানা গেছে, বৈরুত শহরের লাখ লাখ বাসিন্দা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়িতেই বসবাস করতে বাধ্য হচ্ছেন। এসব বাড়ির অধিকাংশেরই জানালা-দরজা উড়ে  গেছে। কর্মকর্তাদের হিসাবে, এই বিস্ফোরণে ৩০০ কোটি ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে লেবাননের সম্মিলিত অর্থনৈতিক ক্ষতি হয়তো এক হাজার ৫০০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে।

সর্বশেষ খবর