মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা
দুদকের মামলায় রিমান্ডে

অবৈধ ঋণ পেতে ৩৫ লাখ টাকা ঘুষ দেন সাহেদ

আদালত প্রতিবেদক

পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ২ কোটি টাকা ঋণ নিতে ৩৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে ওই ঘুষ দেওয়ার বিষয় মামলার এজাহারে উল্লেখ রয়েছে। গতকাল এ মামলার রিমান্ড শুনানিতে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে এ কথা বলেন। শুনানি শেষে ঢাকা মহানগর  সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এর আগে বেলা ১২টায় রিমান্ড শুনানির জন্য আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে বিচারক অনুমতি দেন। এর আগে বেলা ১২টায় রিমান্ড শুনানির জন্য আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে বিচারক সাহেদের কাছে জানতে চান তার আইনজীবী আছে কি না। সাহেদ জানান, তার কোনো আইনজীবী নেই। তখন সাহেদ নিজেই রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, ‘আমি ২০ দিনের রিমান্ড শেষ করে এসেছি। আরও ২৭ দিনের রিমান্ড বাকি আছে। আমি খুবই অসুস্থ। আমার শরীর কতটা খারাপ বলে বোঝাতে পারব না। এখন আপনি বিবেচনা করবেন।’ পরে দুদকের আইনজীবী রিমান্ড শুনানিতে বলেন, রিজেন্ট হাসপাতালে এমআরআই মেশিন কেনার কথা বলে সাহেদ পদ্মা ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেন। অথচ তিনি মেশিন কেনেননি। এমনকি তিনি মেডিক্যাল ইকুইপমেন্ট কেনার কোনো প্রমাণ দাখিল করেননি। মামলার এজাহারে বলা আছে, এ ঋণ পেতে আসামি সাহেদ ৩৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন এবং ঋণের অর্থ আত্মসাৎ করেছেন। তাই এ ঘটনার সঙ্গে ও ঋণ নেওয়ার ক্ষেত্রে কী অনিয়ম করেছেন আসামিরা এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ ৬ আগস্ট সাহেদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য আদালত ১০ আগস্ট দিন ধার্য করে। এর আগে ২৭ জুলাই দুদকের জেলা কার্যালয় ঢাকা-১-এ সাহেদসহ চারজনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল, পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেড, গুলশান করপোরেট শাখার ১ কোটি টাকা (যা সুদাসলসহ ১৫ জুলাই, ২০২০-এর স্থিতি ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর