মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আজ শুভ জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক

আজ শুভ জন্মাষ্টমী

সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, আজ সকাল ৭টায় শ্রীকৃষ্ণের জন্মতিথি শুরু হয়ে আগামীকাল সকাল ৮টা ৫০ মিনিটে শেষ হবে। এবছর করোনাভাইরাস মহামারীর কারণে জন্মাষ্টমীর শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শোভাযাত্রা, মেলা বন্ধ রাখা হয়েছে। তবে ধর্মীয় বিধিবিধিান অনুযায়ী পূজা, যজ্ঞ, প্রার্থনা অনুষ্ঠিত হবে।  ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সকাল ৮টায় গীতাযজ্ঞ শুরু হবে। এরপর বিশ্ববাসীর সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাতে কৃষ্ণপূজা হবে। এবছর সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমী উদযাপিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর