মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাগান থেকে উদ্ধার নবজাতক এখন নিবিড় পর্যবেক্ষণে

নেত্রকোনা প্রতিনিধি

বাগান থেকে উদ্ধার নবজাতক এখন নিবিড় পর্যবেক্ষণে

জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের উদ্ধার করা সদ্যোজাত শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। হাসপাতালের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রুনা লায়লা জানান, প্রায় আড়াই কেজি ওজনের হৃষ্টপুষ্ট শিশুটি মায়ের বুকের দুধের জন্য কান্না করছে। তবে শিশুটি সুস্থ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশের একটি কলাবাগানে শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ সমাজসেবা কার্যালয়কে অবহিত করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, আদালতের সিদ্ধান্ত মোতাবেক শিশুটি কোথায়, কার কাছে রাখা হবে সেই ব্যবস্থা নেওয়া হবে। আগামী পাঁচ থেকে সাত দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণেই হয়তো রাখতে হবে শিশুটিকে। এ ব্যাপারে নেত্রকোনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন জানান, প্রথমত আমরা বৈধ পিতা-মাতার খোঁজ করছি। দ্বিতীয়ত শিশুটিকে সুস্থ রাখতে হাসপাতালে রাখাই জরুরি। অভিভাবক না পাওয়া গেলে তখন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও যদি কেউ শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হন তখন জেলা প্রশাসক বরাবর আবেদন করলে যাচাইবাছাই-পূর্বক উপযুক্ত ব্যক্তির কাছে তুলে দেওয়া হবে।

সর্বশেষ খবর