বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনামুক্তির প্রার্থনায় অনাড়ম্বরে জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক

করোনামুক্তির প্রার্থনায় অনাড়ম্বরে জন্মাষ্টমী

বিশ্ব মহামারী করোনার কারণে অনেকটা অনাড়ম্বরে উদ্্যাপিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের সব মঠ-মন্দিরে কৃষ্ণপূজা, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ, গীতা উপহার প্রদানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় উদ্্যাপন করে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। এ সময় করোনার কবল থেকে দেশ ও মানুষের সুরক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদ্্যাপন পরিষদ, ইসকন বাংলাদেশসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আয়োজন করে।

সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদের পক্ষ থেকেও কৃষ্ণপূজা, গীতাপাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবিহারী রাধারানী মন্দিরে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠায় সব ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধানবিহারী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সুজন দে, ডি কে সমীর ও সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ। আলোচনা সভা ছাড়াও সারা দেশে মন্দিরে মন্দিরে গীতাপাঠ, মহাপ্রসাদ বিতরণ, কৃষ্ণপূজা, মাস্ক বিতরণ ও গীতা উপহার প্রদান করা হয়। করোনার কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার প্রত্যাশায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্্যাপন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি মিলনকান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মজুমদার। এ ছাড়া রামকৃষ্ণ মিশনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্্যাপন করা হয়।

সর্বশেষ খবর