বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
১১০ আলেমের বিবৃতি

কওমি মাদ্রাসাগুলো খুলে দিন

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসাগুলো খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ১১০ জন আলেম। এক বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়ে বলেছেন, কোরআন-হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করা হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কোরআন-হাদিসের বরকতে দেশ থেকে করোনাসহ সব মহামারী বিদায় নেবে ইনশা আল্লাহ। কোরআন-হাদিসের শিক্ষা বন্ধ রেখে বিপদ থেকে মুক্তির আশা করা যায় না।

বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়নি। দীর্ঘদিন কওমি মাদ্রাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর মূল্যবান সময় ও জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসংখ্য মাদ্রাসা বন্ধের উপক্রম হয়েছে। শিক্ষা জীবন থেকে লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিদাতা আলেমরা হলেন- মুহিব্বুল্লাহ বাবুনগরী, আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রমুখ।

সর্বশেষ খবর