বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জুলাইয়ে ৯০ নারী-শিশু ধর্ষণ

১৪ জন গণধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক

জুলাই মাসে সারা দেশে মোট ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৯০ জন ধর্ষণ এবং ১৪ জন গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে নয়জনকে এবং শ্লীলতাহানির শিকার হয়েছে তিনজন। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া হালনাগাদ তথ্যে এমনটি জানা যায়।

সংগঠনটির দেওয়া তথ্যে, জুলাই মাসে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে সাতজনকে। এ ছাড়া বিভিন্ন কারণে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ১৮ জনের। আর নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে বাল্যবিবাহের শিকার হয়েছে পাঁচজন। সাইবার ক্রাইমের শিকার হয়েছে পাঁচজন। ছয়জন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া এই মাসে অপহরণের ঘটনা ঘটেছে পাঁচটি। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে চারজন।

সর্বশেষ খবর