বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

এএসআইকে থাপ্পড় মারা ওসি প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা নিহতের ঘটনায় গ্রেফতার সিফাতের মুক্তি দাবিতে ডাকা মানববন্ধনে লাঠিচার্জ ও এক এএসআইকে চড় মারার অভিযোগে বামনা থানার ওসি ইলিয়াস আলীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। একই সঙ্গে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গত শনিবার দুপুর ১২টায় সিফাতের নিজ গ্রাম বরগুনার বামনায় মানববন্ধন কর্মসূচি শুরু করে সিফাতের সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী। বামনার কলেজ রোডে শান্তিপূর্ণভাবে চলা মানববন্ধনে হঠাৎ পুলিশের একটি টিম এসে ব্যানার-ফেস্টুন ছিনিয়ে নেয়। এরপর বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী মানববন্ধন-স্থলে এসেই অংশগ্রহণকারীদের গালমন্দ শুরু করে লাঠিচার্জের নির্দেশ দেন। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে মুহূর্তেই শান্তিপূর্ণভাবে চলা মানববন্ধন প- হয়ে যায়। লাঠিচার্জ করেন ওসি নিজেও। এতে মানববন্ধনে অংশ নেওয়া ১০ শিক্ষার্থী আহত হন। এ সময় মানববন্ধন-স্থলে দায়িত্ব পালনরত এক এএসআইকে চড় মারতে দেখা যায় ওসিকে। এ ঘটনা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে পুরো পুলিশ প্রশাসন ও সচেতন মহলে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান ও আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং পুলিশ অফিসের ইন্সপেক্টর (ক্রাইম) মো. সোহেলকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।

সর্বশেষ খবর