বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কৃষি

বারি হাইব্রিড টমেটো-৮ চাষে কৃষকের আগ্রহ

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

বারি হাইব্রিড টমেটো-৮ চাষে কৃষকের আগ্রহ

বারি হাইব্রিড টমেটো-৮ চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এটি একটি উচ্চ তাপ সহিষ্ণু উচ্চফলনশীল গ্রীষ্মকালীন জাত। আকর্ষণীয় লালবর্ণ বিশিষ্ট এর ত্বক এবং শাঁস। ফল বেশ মাংশল। প্রতিটি গাছে গড়ে ৪০-৪৫টি ফল ধরে। প্রতি ফলের গড় ওজন ৬০-৬৫ গ্রাম। ফলের আকৃতি চ্যাপ্টা গোলাকার ধরনের। প্রতি হেক্টরে ফলন ৩৫-৪০ মেট্রিক টন। জীবনকাল ১০০-১২০ দিন।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, লাভজনক হওয়ায় কৃষকরা এই টমেটো চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। এ জন্য কৃষি গবেষণা বিভাগ থেকে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। এর চাষ সম্পর্কে তিনি জানান, সুনিষ্কাশিত দোআঁশ মাটি টমেটো চাষের জন্য সবচেয়ে উপযোগী। এপ্রিল থেকে জুন মাস বীজ বপনের সময়। ৪-৫টা চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে এবং অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে জমি তৈরি করতে হয়। ভালো ফলন ও চারার স্বাভাবিক বৃদ্ধির জন্য পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে। ছাউনির উচ্চতা মাঝখানে ৬ ফুট ও দুই পাশে ৪.৫ ফুট এবং দুটি ছাউনির মাঝে ৫০ সেমি চওড়া নালা রাখতে হবে, যাতে ছাউনি থেকে নির্গত বৃষ্টির পানি নিষ্কাশনসহ অন্যান্য পরিচর্যা করতে সুবিধা হয়। প্রতি হেক্টর জমির জন্য ২০০ গ্রাম বীজ বুনতে হয়। গজানোর ৮-১০ দিন পর চারা দ্বিতীয় বীজতলায় স্থানান্তর করতে হবে। এক হেক্টর জমির জন্য ২২টি বীজতলা প্রয়োজন হয়। চারার বয়স ২৫-৩০ দিন হলে মূল জমিতে রোপণ করতে হয়। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৬০ সেমি এবং চারা থেকে চারার দূরত্ব ৪০ সেমি রাখতে হবে। ভালো ফলনের জন্য মধ্যম উর্বর জমিতে শতাংশ প্রতি ২০ কেজি গোবর, ০.৭৩ কেজি টিএসপি, ০.৩৭ কেজি এমওপি, ০.৩৮ কেজি জিপসাম, ০.০৫ কেজি জিংক সালফেট ও ০.০৩ কেজি বোরিক অ্যাসিড দিতে হবে। শেষ চাষের সময় সবটুকু গোবর, টিএসপি, জিপসাম, জিংক সালফেট, বরিক অ্যাসিড এবং অর্ধেক এমওপি সার ছিটিয়ে দিতে হবে। বাকি অর্ধেক এমওপি সার সমান দুই কিস্তিতে চারা লাগানোর ২৫ দিন পর ও ৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার তিন কিস্তিতে চারা লাগানোর ১০, ২৫ ও ৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে ০.২৭ কেজি হারে। হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক রমজান আলী, হেলাল মিয়া, লুৎফর রহমান ও শহীদ মিয়া এ চারজন ৪০ শতাংশ জমিতে বারি হাইব্রিড টমেটো-৮ চাষ করেছেন। খরচ হিসেবে এখানে প্রতি শতকে ২-৩ হাজার টাকার বাঁশ, ৩০০-৩৫০ টাকার জিআই তার, পলিথিন-৫৫০০ টাকার এবং সার ও জমি তৈরির খরচ লাগে।

সর্বশেষ খবর