বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের তথ্য সংগ্রহ

আদালত প্রতিবেদক

সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের তথ্য সংগ্রহ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতে আবেদনে বলা হয়, জনসাধারণের সঙ্গে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনের ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে সাহেদের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। সাহেদ ১০ আগস্ট থেকে কারাগারে আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর