বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

উপসর্গে আরও সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। তারা ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজনকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য :

কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলায় ভানু রঞ্জন দে (৬০), চান্দিনা উপজেলায় আয়শা বেগম (৫০), নাঙ্গলকোট উপজেলায় নূর আহম্মেদ (৬৫) এবং বুড়িচং উপজেলায় রমিজ (৪৫)। কলাপাড়া (পটুয়াখালী) : শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে কলাপাড়ার একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে তিনি মারা যান। তার নাম অসীম সিকদার (৩২)। বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। স্বজনরা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন অবিবাহিত অসীম। একপর্যায়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। জ্বরের সঙ্গে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য ১০ আগস্ট অসীমকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। সাতক্ষীরা : জ্বর-শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে সাতক্ষীরায় যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃত ব্যক্তি সাতক্ষীরার দেবহাটার জাহাপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদরুজ্জামান (৪১)। তিনি দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৫ জুলাই এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন বদরুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ জনের প্রতিবেদন করোনা পজিটিভ এসেছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সাদর আলম (৫৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের বাসিন্দা ছিলেন। কাপড় ব্যবসায়ী সাদর আলম বেশ কিছুদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর