শিরোনাম
শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ডিজিটাল আইন সরকারের টিকে থাকার হাতিয়ার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় টিকে থাকতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। গতকাল সকালে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ফখরুল বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জিজিটাল নিরাপত্তা আইনে ১৫৩ জনের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হয়েছে। মামলার অভিযোগসমূ হ বিশ্লেষণ করলে দেখা যাবে, সরকারি দলের লুটেরাদের বিরুদ্ধে কথা বলা, রাজনৈতিক মত প্রকাশ করা বা সরকারের সমালোচনা করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কোনো দুর্নীতির কথা, তাদের কোনো বিবেকবর্জিত কীর্তিকলাপের কথাও যদি সোশ্যাল মিডিয়ায় অথবা গণমাধ্যমে প্রকাশ পায় তাহলে সেই সাংবাদিক বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই আইন বাতিল করা হবে।

সর্বশেষ খবর