রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

তিন শর্তে যাওয়া যাবে ভারতে

একইভাবে আসতে পারবেন বাংলাদেশে

বকুল মাহবুব, বেনাপোল

তিন শর্তে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একইভাবে আসা যাবে বাংলাদেশে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতে যাতায়াতের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি ভারতে যেতে চান, তাদের প্রথমত লাগবে ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে  করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট  ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেখাতে হবে। ইতিমধ্যে পুরনো সব ভিসা স্থগিত করা হয়েছে। শুধু গত ১ জুলাইয়ের পর ইস্যু করা ভিসায় ভারতে যাওয়া যাবে। একই আইন করা হয়েছে ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রেও। কোনো ভারতীয় বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে হালনাগাদ ভিসা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ ভ্রমণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষিত করোনা  নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এদিকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের স্বদেশে ফিরতে প্রয়োজন হবে মেয়াদযুক্ত পাসপোর্ট ও ভিসা নবায়ন (জরিমানা ব্যতীত ভিসা ও ফি দেওয়া সাপেক্ষে)। ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করা করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে বাংলাদেশিদের ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা প্রদত্ত সুবিধা নিতে পারবেন। এদিকে ভিসার মেয়াদ থাকলেও নতুন করে ভিসা গ্রহণের সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। উল্লেখ্য, ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেয় সে দেশের কর্তৃপক্ষ। ২৩ জুন থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের কার্যক্রম শুরু হলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে। এদিকে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের বাংলাদেশে প্রবেশে কোনো প্রতিবন্ধকতা না থাকলেও বাংলাদেশে পড়াশোনা, চাকরি, ভ্রমণ ভিসায় বেড়াতে আসা ভারতীয়দের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে হাজার হাজার ভারতীয় আটকা পড়ে আছে দেশের বিভিন্ন অঞ্চলে। নতুন প্রজ্ঞাপন জারির ফলে ভারতীয়দের দেশে ফেরা সহজ হবে বলে মনে করছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর