রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সোনা ও রুপার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

সোনা ও রুপার দাম কমেছে

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস থেকে বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। যদিও এখনো প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলারের ওপরে রয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপারও দরপতন শুরু হয়েছে। সম্প্রতি রুপার দামে অস্বাভাবিক উত্থান হয়। এতে সাত বছরের মধ্যে রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। মহামারী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তবে জুলাই মাসের শেষার্ধ্ব থেকে সোনার দাম বাড়ার পালে নতুন হাওয়া লাগে। এতে সৃষ্টি হয় একের পর এক  রেকর্ড। এতে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই হাজার ডলারে পৌঁছায়। গত মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স সোনার দাম ১০ ডলার কমে গেছে। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে দুই হাজার ১৮ ডলারে। এ ছাড়াও প্রতি আউন্স রুপার দাম দশমিক ১৮ ডলার বা দশমিক ৬৩ শতাংশ কমে গেছে।

এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে দশমিক ৪৩ শতাংশ কমে গেছে সোনার দাম। তবে এখনো মাসের ব্যবধানে ১২ দশমিক শূন্য ২ শতাংশ এবং বছরের ব্যবধানে ৩৩ দশমিক ৫৫ শতাংশ বেশি রয়েছে সোনার দাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর